ধাতু ও ধাতুবিদ্যা

Show Important Question


21) তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হল
A) হীরক
B) গ্রাফাইট
C) অ্যালুমিনিয়াম
D) তামা

22) নীচের ধাতুগুলির কোটির গলনাঙ্ক কম ?
A) গ্যালিয়াম
B) অ্যালুমিনিয়াম
C) নিকেল
D) আয়রন

23) ধাতুকল্পের মধ্যে থাকে
A) ধাতুর গুণ
B) অধাতুর গুণ
C) ধাতু ও অধাতু উভয়ের গুণ
D) কোনোটিই নয়

24) নীচের মৌলগুলির কোনটি ধাতু নয়?
A) ক্যালশিয়াম
B) তামা
C) হীরক
D) পারদ

25) নীচের কোন্ ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না?
A) লোহা
B) তামা
C) অ্যালুমিনিয়াম
D) পারদ

26) আর্সেনিক এক প্রকার
A) অধাতু
B) ধাতুকল্প
C) ধাতুমল
D) ধাতু

27) তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়?
A) পিতল
B) ব্রোঞ্জ
C) জার্মান সিলভার
D) রাং ঝাল

28) স্বাভাবিক অবস্থায় ধাতুগুলি সাধারণত
A) কঠিন
B) তরল
C) গ্যাসীয়
D) প্লাজমা

29) সবচেয়ে হালকা ধাতু কোনটি?
A) হাইড্রোজেন
B) সোডিয়াম
C) লিথিয়াম
D) পটাশিয়াম

30) একটি তরল ধাতু হল
A) অ্যালকোহল
B) পারদ
C) ব্রোমিন
D) জল

31) জার্মান সিলভার কোন ধাতুর শংকর?
A) তামা, দস্তা ও রুপা
B) তামা ও রুপা
C) সোনা ও রুপা
D) তামা, দস্তা ও নিকেল

32) নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোন্‌টি তামার সংকর ধাতু নয়?
A) ব্রোঞ্জ
B) ব্রাশ
C) রাংঝাল
D) গান মেটাল

33) হসমানাইট কোন মৌলের আকরিক ?
A) ম্যাঙ্গানিজ
B) তামা
C) অ্যালুমিনিয়াম
D) লোহা

34) দার্শনিকের উল হল নিম্নের কোনটি ?
A) ZnO
B) CaO
C) MgO
D) PbO

35) অ্যামালগাম/পারদ সংকরের অপরিহার্য উপাদান—
A) নিকেল
B) পারদ
C) অ্যালুমিনিয়াম
D) আয়রন

36) ব্রোঞ্জের প্রধান উপাদান হলো--
A) তামা ও দস্তা
B) টিন ও সীসা
C) তামা ও টিন
D) নিকেল ক্রোমিয়াম

37) নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল—
A) রুপো
B) ক্রোমিয়াম
C) নিকেল
D) আয়রন

38) ছাপার কাজে ব্যবহৃত ধাতু সংকরে কি কি থাকে ?
A) সিসা ও তামা
B) সিসা ও অ্যান্টিমনি
C) সিসা ও বিসমাথ
D) সিসা ও দস্তা

39) ক্ষারের সাথে কোন ধাতু কোন অবস্থাতেই বিক্রিয়া করে না?
A) জিংক
B) অ্যালুমিনিয়াম
C) লোহা
D) সবকটি

40) কঠিনতম অধাতু কোনটি?
A) গ্রাফাইট
B) হীরক
C) আর্সেনিক
D) গন্ধক